সেবা নিশ্চিতে পুলিশকে 'কুইক রেসপন্স সেল' চালু করার দাবি জানাক নোয়াখালীর
- Tvista Desk
- 01 Feb, 2025
বিপ্লবীদের নিরাপত্তা এবং নোয়াখালী অঞ্চলের নাগরিকদের আইনি সেবা প্রদান নিশ্চিতের লক্ষে পুলিশ প্রশাসনকে 'কুইক রেসপন্স সেল' চালু করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি (জানাক) নোয়াখালী।
৩০ জানুয়ারি বৃহস্পতিবার সমসাময়িক নানান ইস্যু নিয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে জানাক নোয়াখালী প্রতিনিধি দল। এসময় ফেব্রুয়ারি ঘিরে পতিত স্বৈরাচার আওয়ামীলীগ যেন কোনো অপতৎপরতা চালাতে না পারে সেজন্য প্রশাসনকে বাড়তি নজরদারি চালানোর আহবান জানানো হয় নাগরিক কমিটির পক্ষ থেকে।
বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত এবং নাগরিকদের প্রশাসনিক সেবা প্রদান করতে একটি 'কুইক রেসপন্স সেল' চালুর দাবি করেন জানাক। প্রতিনিধি টিমের অন্যতম সংগঠক তুহিন ইমরান জানান, আমরা দেখি যে বিপ্লবীরা নানানভাবে হুমকি মোকাবেলা করছে। একইসাথে সাধারণ নাগরিকদের বড় একটি অংশ সঠিক সময়ে প্রশাসনিক সহযোগিতা পায় না। এই লক্ষে পুলিশ সুপারকে আমরা একটি 'কুইক রেসপন্স সেল' গঠনের উদ্যোগ নিতে বলি। তিনি আন্তরিকভাবে এটি গ্রহণ করেছেন। খুব শীগ্রই আমরা বাস্তবায়ন দেখব বলে আশাবাদী।
আরেক প্রতিনিধি ইয়াছিন আরাফাত বলেন, আমরা আমাদের শঙ্কা এবং আশার কথা প্রশাসনকে জানিয়েছি। স্বৈরাচারের দোসররা এখনও যেভাবে এক্টিভিজম করছে এটা রীতিমত আমাদের জন্য হুমকি। আমরা দ্রুত একশন নিতে পুলিশ সুপার মো আব্দুল্লাহ আল ফারুককে অনুরোধ জানাই।